ডার্ক মোড
Sunday, 28 April 2024
ePaper   
Logo
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট এখনও অবিক্রীত

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট এখনও অবিক্রীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ৫ দিনব্যাপী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ৩টি স্পেশাল ট্রেনসহ আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ছিল ২৮ হাজার ৭৭৮টি। টিকিট পুরোপুরি শেষ হওয়ার কথা থাকলে এখনও ১০ শতাংশের মতো টিকিট অবশিষ্ট আছে বলে জানিয়েছে রেলওয়ে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় গত ১ মার্চ। প্রতিবছর দুই ঈদ ঘিরে ট্রেনের টিকিট কাটার জন্য যে যুদ্ধ হয় কমলাপুর স্টেশনে, এবার আর সে দৃশ্য দেখা যায়নি।

যাত্রীদের ভোগান্তি দূর করতে এবার ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

শতভাগ টিকিট অনলাইনে বিক্রির শুরুর দিন থেকে টিকিটপ্রত্যাশীদের ওয়েবসাইটে ঢুকতে না পারা, টিকিট না পাওয়াসহ নানা অভিযোগ ছিল। ধারণা করা হয়েছিল, কোন টিকিটই বোধহয় অবশিষ্ট থাকবে না। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭-২১ এপ্রিল সময়ের মধ্যে বিভিন্ন গন্তব্যের টিকিট ওয়েবসাইটে দেখা গেছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির ভাইস প্রেসিডেন্ট জুবায়ের আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ঈদ সময়ের এখনও বেশকিছু টিকিট অবশিষ্ট আছে। সেটার পরিমাণ কত তা স্পেসিফিকলি বলা যাচ্ছে না। কারণ, কোন টিকিট অবিক্রীত আছে। আবার কোন টিকিট রিফান্ড হচ্ছে। তাই টিকিট সংখ্যা উঠানামা করছে। তবে এই সংখ্যা ১০ শতাংশের মতো হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন