ডার্ক মোড
Sunday, 28 April 2024
ePaper   
Logo
আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন কাচা বাজার এলাকায় গতরাত সাড়ে চার ঘটিকার সময় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক মাসুদুর রহমান নামের এক ব্যক্তির ঘটনা স্থলেই মৃত্যু হয়।

সিএনজি চালক মাসুদুর রহমান মাসুদ (৩৭) আদম দীঘি উপজেলার সদর ইউনিয়নের সুদিন গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

আজ (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ ঘটিকার সময় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলা সদরের কাঁচা বাজার এলাকায় অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি অটো সিএন জি দুমড়েমুচড়ে যায়। এসময় পথচারীরা সিএনজি চাকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে বাড়ী থেকে উপজেলার কাঁচা বাজার এলাকায় ভাড়া মারতে আসেন তবে ঘটনাস্থলে পৌঁছাতে যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দিলে সিএনজি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনা স্থলেই চালকের মৃত্যু হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, বাসটিি সনাক্ত করা সম্ভব হয়নি। তবে সনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন