
রাজাপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেফতার ,বিচারের দাবিতে মানববন্ধন
মো. নাঈম হাসান ঈমন, রাজাপুর (ঝালকাঠি)
ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত আদর্শগ্রাম নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাৎ হোসেনের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে শুক্রবার (১লা আগষ্ট) সকালে স্থানীয়রা মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন।
রাজাপুর-উত্তরপুর সড়কের গুচ্ছগ্রাম এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় নারী-পুরুষসহ এলাকার নানা শ্রেণির মানুষ। এসময় মারিয়া, মিতু, আউয়াল, শামসুনাহার, খালেদা ও আমির তালুকদারসহ অনেকে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, শিক্ষক শাহাদাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিলেন। গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসায় কোচিংয়ের সময় তিনি দ্বিতীয় শ্রেণির এক মেয়ে শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন। ঘটনার জেরে শিশুটির মা রাজাপুর থানায় মামলা করেছেন। তবে পুলিশ এখনও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেনি এবং তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, অভিযোগের পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং দ্রুত তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit