
কুড়িগ্রামে ছাত্র শিবিরের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কুড়িগ্রামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫০জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক সিফাত আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সহকারি সেক্রেটারী জেনারেল ও ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
এসময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন, নুরনবী ইসলাম আপন। সংবর্ধনা প্রদান শেষে সকলে মিলে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?