ডার্ক মোড
Sunday, 03 August 2025
ePaper   
Logo
“পীর খানজাহানের পুণ্যভূমি নিয়ে তালবাহানা চলবে না” — বাগেরহাট-৪ আসন রক্ষা দাবিতে বিএনপির সড়ক অবরোধ

“পীর খানজাহানের পুণ্যভূমি নিয়ে তালবাহানা চলবে না” — বাগেরহাট-৪ আসন রক্ষা দাবিতে বিএনপির সড়ক অবরোধ

                                                                                                                                                                                        এস.এম.  সাইফুল ইসলাম কবির,সুন্দরবন

পীর খানজাহান আলীর পুণ্যভূমি বাগেরহাট নিয়ে তালবাহানা চলবে না বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খাজী খায়রুজ্জামান শিপন।

বাগেরহাট-৪ সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে শুক্রবার (১ আগস্ট) বিকেলে মোরেলগঞ্জ-শরনখোলা আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিপন এ কথা বলেন।


    

মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহ্বায়ক শহিদুল হক বাবুল।

বাগেরহাট-৪ আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশই সংসদীয় আসন বিলুপ্তির করা। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে বাগেরহাটকে রাজধানী থেকে বিচ্ছিন্ন করা হবে। অনতিবিলম্বে বাগেরহাট-৪ সংসদীয় আসন পুর্নবহাল করা না হলে বাগেরহাট জেলা অচল করে দেওয়া হবে। স্কুল, কলেজ, মাদরাসা বন্ধ করা হবে। সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে।  




আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন- যুবদলের সাবেক সভাপতি জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি শিকদুল ইসলাম,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফকির রাসেল আল ইসলাম, শরনখোলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, যুবদল নেতা ফারুক হোসন সামাদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ চলাকালীন ১ ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। এসময় ঢাকাগামীসহ বিভিন্ন এলাকাগামী দূরপাল্লার বাস-মিনিবাস বন্ধ ছিল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন