Dark Mode
Sunday, 03 August 2025
ePaper   
Logo
ফরিদপুরে ড্যাব কেন্দ্রীয়  কমিটি নির্বাচনে ডাঃ আজিজ-শাকুর  প্যানেল পরিচিতি ও মত বিনিময় সভা

ফরিদপুরে ড্যাব কেন্দ্রীয় কমিটি নির্বাচনে ডাঃ আজিজ-শাকুর প্যানেল পরিচিতি ও মত বিনিময় সভা

 

মাহবুব পিয়াল , ফরিদপুর 

ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ  এর কেন্দ্রীয় কমিটির  আগামী ৯ আগষ্ট নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে প্যানেল পরিচিতি সভা রাত বৃহস্পতিবার রাত  ৯ টায় শহরের স্বপ্নছোয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ড্যাব ফরিদপুরের সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে ও ডা: এফএম কামালের সঞ্চালনায় অনুষ্টিানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আজিজ- শাকুর পরিষদের মহাসচিব প্রার্থী ডা: আব্দুস শাকুর খান। তিনি বলেন,  যেহেতু একাধিক মত নির্বাচন শেষে আমরা একই পরিবার হিসেবে থাকতে চাই, কারন আমরা সবাই জাতীয়তাবাদী চিন্তার ধারক বাহক। আমরা প্যানেল দিয়েছি কারন জাতীয়তাবাদী ডাক্তারগনদের নিয়ে ঐক্যবদ্ধ শক্তিশালী এবং একসাথে এগিয়ে যাওয়াই মুল লক্ষ্য। আপনারা আজিজ শাকুর পরিষদকে বিজয়ী করে ডাক্তার সমাজের সেবা করার সুযোগ দিবেন।

প্যানেল পরিচিতি সভায় সভাপতি প্রার্থী ডাঃ আজিজ,  সহ-সভাপতি প্রার্থী সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, যুগ্ম-মহাসচিব প্রার্থী ডা: আবু মোহাম্মদ আহসান ফিরোজ , কোষাদক্ষ প্রার্থী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা: তৌহিদুর রহমান জন , ফরিদপুর মেডিকেল কলেজ ড্যাবের সাধারণ সম্পাদক - ডা. মিজানুর রহমান মিজান, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি  ডা: শাকিল সিনিয়র যুগ্ম সম্পাদক - ডা: রুবেল ,সিনিয়র সহ সভাপতি - ডা: ইয়ামিন সহ ফরিদপুর মেডিকেল কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!