Dark Mode
Thursday, 15 May 2025
ePaper   
Logo
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস করণের লক্ষে কুড়িগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস করণের লক্ষে কুড়িগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য  হ্রাসকরণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে কুড়িগ্রাম কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর, খামারবাড়ির আয়োজনে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি এলাকায় মাশরুম চাষী ও স্থানীয়দের নিয়ে এ দিবস পালিত হয়।
এ সময় মাশরুম চাষে চাষীদের আগ্রহী করতে ও এর উপকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম।


কুড়িগ্রাম কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক মো: আসাদুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার মোছা: নাহিদা আফরীন, স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল হক, মাশরুম চাষী মো: আব্দুস সালাম, কৃষাণী মোছা: আনজুমান আরা বেগম প্রমুখ।

সভায় বক্তারা কৃষকদের মাশরুম চাষে আগ্রহী করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্ত্য রাখেন। এছাড়াও বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে মাশুরুম যে কাজ করে তা অবহিত করাসহ মাশরুম চাষে উদ্বুদ্ধ করা হয় স্থানীয়দের।

এ সময় মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে মাশরুম দিয়ে তৈরী বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদর্শনী করা হয়।

 

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!