
কোটালীপাড়ায় "১৮ বছরের আগে বিয়ে নয়” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
কোটালীপাড়া, (গোপালগঞ্জ )প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫৮ জন শিক্ষার্থী ১৫ জন শিক্ষক ও ৩৯ জন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে রাধাগঞ্জ ইউনিয়নের উমাচরণ সার্বজনিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১৮ বছরের আগে বিয়ে নয়” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা।
আজ বুধবার (১৪ মে) ২ টায় রাধাগঞ্জ ইউনিয়নের উমাচরণ সার্বজনিন উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া (Ensure Protection and Justice Through Integrated Approach) প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উমাচরণ সার্বজনিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর অধিকারীর সভাপতিত্বে রাধাগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ব্রজেন বারুরী, প্রকল্পের প্রোগ্রাম অফিসার জর্জ বেনেডিক্ট দাস সহ প্রমূখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকে গুরুতর সমস্যা সৃষ্টি করে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিশু বিবাহ প্রতিরোধে শক্তিশালী ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে গান ও কবিতার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ ধরনের কর্মসূচি কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করে অংশগ্রহণকারীরা।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit