
রাউজানে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মানববন্ধন
রাউজান প্রতিনিধি
রাউজানের কদলপুরে ১১ মে ররিবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলা, ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মানববন্ধন করেন হযরত সাইর ফকির রহ. বাড়ির এক পক্ষের নারী-পুরুষেরা। সোমবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা, 'আমাদের জায়গার উপর মাটি ভরাট করতেছে রাশেদ গং এবং কামাল, জামাল সহ অনেকে। আমরা প্রতিবাদ করতে গেলে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে। আমাদের ঘর ভাঙচু্র করে লুটপাট করেছে। ঘরের আসবাবপত্র তছনছ করে দেয়, জানালা ভাঙচুর করে এবং গলার চেইন এবং মোবাইল নিয়ে যায়। আমরা এর বিচার চাই'।
বক্তারা আরও বলেন, 'এখন আমাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে ওরা। আমাদের মেরে ফেলবে, লাশ ফেলে দিবে, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমাদের আরও অনেকে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি আছে'।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ক্ষতিগ্রস্থ মো. এমরানের মা জাহানারা বেগম, ভুক্তভোগী শিরিন আকতার, মো. জাহেদ, পারভেজ, বিপ্লব, এ্যানি, শাহীন, জেবুন্নেছা, সুমিসহ আরও অনেকে।
উল্লেখ্য, রবিবার দুপুরে জায়গা-জমির বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয় ৭-৮জন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit