
কলাপাড়ায় বিএনপি থেকে বহিস্কার অধ্যাপক মোস্তফিজুর রহমান.
সৌমিত্র সুমন,পায়রা বন্দর (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী
বুধবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ১৩ মে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃংখলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী কার্যকলাপের জন্য তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
উল্লেখ্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান গত ৬ মে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রানিত হয়ে ওই সংগঠনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিমের হাতে হাত রেখে যোগদান করেন।
এবিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল। এখান থেকে তিনি অন্য সংগঠনে চলে যাওয়ায় সংগঠনের উপর কোন প্রকার প্রভাব পড়বে না। এছাড়া কলাপাড়ার বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন না।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, আখেরাতের কথা চিন্ত করে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। এছাড়া তিনি সমাজসেবামূলক কাজও করে যাবেন বলে উল্লেখ করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?