
কিশোরগঞ্জের ইটনায় ভর্তুকি মূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ
এ জেড আল মুজাহিদ ,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ইটনায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে ভুট্টা মাড়াই মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
গত মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব মাড়াই মেশিন বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আলমগীর হোসেন এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মাহবুব ইকবাল প্রমুখ।
খোঁজ নিয়ে জানা যায়, ইটনায় ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ)’ প্রকল্পের অধীনে ইটনার ১২০জন ভুট্টা চাষীর, ৪টি গ্রুপকে ৭০শতাংশ ভুর্তকি মূল্যে চারটি ভুট্টা মাড়াই মেশিন বিতরণ করা হয়।
এতে ভুট্টা চাষে উৎসাহীত হবে কৃষক পরিবার। সময় ও মাড়াই খরচ কমে লাভবান হবে কৃষকরা।
কৃষক সাইফুল ইসলাম বলেন, ভুট্টা মাড়াই করতে অনেক সময় ও শ্রম লাগতো। এই যন্ত্রের মাধ্যমে এখন খুবই সহজে ভুট্টা মাড়াই করা যাবে। এতে, আমরা উপকৃত হবো।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, হাওরে ভুট্টা লাভজনক ফসল। কিন্তু আধুনিক যন্ত্রের অভাবে মাড়াই করতে সময় ও কষ্ট বেশি হয়। মাঠ পর্যায়ে এই যন্ত্রগুলো কৃষকদের কষ্ট কমবে ও ভুট্টা আবাদে কৃষকের আগ্রহ বাড়বে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit