Dark Mode
Thursday, 15 May 2025
ePaper   
Logo
নারায়ণগঞ্জে পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, নারাযণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ৩০ বছর বয়সী এক পোশাককর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাঁকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই ভর্তি রাখা হয়েছে এই নারীকে।

 নির্যাতনের শিকার নারীর ভগ্নিপতি বলেন, ‘আমার শ্যালিকা স্থানীয় একটি গার্মেন্টসের কর্মী। গতরাতে কাজ শেষে আড়াইহাজারের একটি এলাকা দিয়ে বাসায় ফিরছিল সে। এ সময় অজ্ঞাত দু থেকে তিনজন পুরুষ তাঁকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।’

 তিনি বলেন, ‘পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে জরুরি বিভাগে ভর্তি দেন।’

 ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে নারায়ণগঞ্জ থেকে ধর্ষণের শিকার এক নারীকে হাসপাতালে জরুরি ব্যাগ নিয়ে আসা হয়। তাঁর চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!