Dark Mode
Thursday, 15 May 2025
ePaper   
Logo
তীব্র গরমে পিপাসা নিবারণে- পত্নীতলায় ফ্রি লেবুর শরবত বিতরণ অনুষ্ঠিত

তীব্র গরমে পিপাসা নিবারণে- পত্নীতলায় ফ্রি লেবুর শরবত বিতরণ অনুষ্ঠিত

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) 
 
তীব্র তাপদাহের কারণে গরমে অতিষ্ঠ জনজীবনে পথচারীদের মাঝে ফ্রি লেবুর শরবত বিতরণ করলেন নওগাঁর পত্নীতলায় 'রক্তদান মানব কল্যাণ সংস্থা'। বুধবার (১৪ মে) বেলা ১২ টায় উপজেলা সদর নজিপুর পৌর এলাকার চৌরাস্তা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
 
 'রক্তদান মানব কল্যাণ সংস্থা'র প্রতিষ্ঠাতা সভাপতি এ.জেড মিজান বলেন, 'প্রচণ্ড গরমে সাধারণ পথচারী সহ বিভিন্ন যানবাহনের চালক ও শ্রমিকদের পিপাসা নিবারণ করতে আমি এই উদ্যেগ গ্রহণ করি। গত সপ্তাহ থেকে চলমান তাপদাহ চলছে আমাদের এলাকায়। এতে পথচারী, যাত্রীসহ সাধারণ মানুষের কথা চিন্তা করে লেবুর শরবত বিতরণ করা হয়েছে।'
 
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক বায়োজিদ রায়হান শাহীন, পৌর বিএনপির নেতা আল আমিন কবির জামাল, নজিপুর বাসস্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নূরনবী রয়েল, ব্যবসায়ী মাসুম, শরিফুল ইসলাম তুহিন, শ্রমিক নেতা মিজানুর রহমান, ফিরোজ মান্নান বিপ্লব, তামিম প্রমুখ।
 
এসময় উপকারভোগীরা জানায়, 'এমন মহতি উদ্যোগকে স্বাগত জানাই। এমন কার্যক্রম একদিন না করে নিয়মিত চালু রাখার দাবি জানিয়েছেন তাঁরা।'

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!