Dark Mode
Saturday, 11 October 2025
ePaper   
Logo
তাহিরপুরে ইয়াবা ডিলার সাবেক ইউপি সদস্য আহসান গ্রেফতার

তাহিরপুরে ইয়াবা ডিলার সাবেক ইউপি সদস্য আহসান গ্রেফতার


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে আন্ত:উপজেলা ইয়াবা বিদেশি মাদকের ডিলার সাবেক ইউপি সদস্য আহসান হাবিব ওরফে আহসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আহসান উপজেলার শিমুলতলা গ্রামের মৃত নুরুল ইসলামের (মাষ্টার) ছেলে।
তাহিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সূশংকর পাল জানান, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আহসানকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেন।
উপজেলার উওর বড়দল ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত সাবেক ইউপি সদস্য আহসানের বিরুদ্ধে তাহিরপুর থানায় ইয়াবা বিদেশি মাদক, দ্রৃত বিচার আইন, সংঘর্ষ, কয়েকজন ইয়বাসেবীকে নিয়ে সম্প্রতি উপজেলার ঘাগটিয়ার জাদুকাটা নদী তীরবর্তী একাধিক দরিদ্র পরিবারের একাধিক বসতভিটার খনিজ বালি অস্ত্রের মুখে লুটে নেয়া সহ ৫টি, সুনামগঞ্জ সদর মডেল থানায় অপর একটি মামলা সহ ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে , ইয়াবা বিদেশি মাদকের ডিলার আহসান উপজেলার উওর বড়দল ইউনিয়নের চন্দ্রপুরের পেশাদার ইয়াবাকারবারি শাহজাহান ওরফে তোতলা শাহজাহান চক্রের মাধ্যমে, শিমুলতলা, বারহাল, গুটিলা, মাণিগাঁও, সীমান্ত গ্রাম মাহারাম,বারেকটিলা,কড়ইগড়া,রাজাই, চাঁনপুর,রজনীলাইন, বড়ছড়া, বাদাঘাটের কামড়াবন্দ, মোল্লাপাড়া,ঘাগটিয়া,সীমান্ত গ্রাম লাউড়গড় সহ একাধিক এলাকায় ইয়াবার বিক্রয়-সেবীদের নিকট গত এক যুগ ধরে এজেন্ট দিয়ে ইয়াবা বিদেশি মদের কারবার চালিয়ে যাচ্ছিল।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!