
জকিগঞ্জে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: আপত্তিকর মন্তব্যের ঘটনায় শান্তিপূর্ণ সমাধান
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে দিপক বিশ্বাসের ফেসবুক মন্তব্যের বিষয়ে জকিগঞ্জ থানায় বুধবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্নার উপস্থিতিতে বৈঠকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, জকিগঞ্জ সদর ইউনিয়ন এর চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মামুন, উপজেলা আল ইসলাহ নেতা মাওলানা ফদ্বলুর রহমান ইউপি সদস্য লুতফুর রহমানসহ মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শেড়ুলবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোতিষ চন্দ্র পাল, পুজা পরিষদ জকিগঞ্জের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, শুভ্রকান্তি দাস চন্দন, জকিগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শ্রীকান্ত পাল, পূজা পরিষদের সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস, কর্ণমায় দাস, নরেন্দ্র রায়, সাবেক ইউপি সদস্য নব কিশোর বিশ্বাসসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সম্মুখে হিন্দু যুবক দিপক বিশ্বাস, তার বাবা ও আত্মীয়রা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে করা তার ফেসবুক মন্তব্যের জন্য সকলের কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থণা করে ভবিষ্যতে এমন কোন কাজ তার দ্বারা হবে না মর্মে প্রতিশ্রুতি দেন। উপস্থিত মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ জকিগঞ্জের শান্তি শৃংখলা বজায় রাখতে ও ইসলাম ধর্মে ক্ষমা মহত গুণ একারণে তাকে ক্ষমা করে দেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?