Dark Mode
Saturday, 11 October 2025
ePaper   
Logo
জকিগঞ্জে ব্যাক্তিমালিকানাধীন দেয়াল ভাঙাকে কেন্দ্র করে ইউএনও-এসিল্যান্ড সহ ৪ জনকে আদালতের শোকজ

জকিগঞ্জে ব্যাক্তিমালিকানাধীন দেয়াল ভাঙাকে কেন্দ্র করে ইউএনও-এসিল্যান্ড সহ ৪ জনকে আদালতের শোকজ

 

জকিগঞ্জ সিলেট প্রতিনিধি 
সিলেটের জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ গ্রামে ব্যক্তিমালিকানাধীন বাড়ির সীমানা প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসসহ চারজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সহকারী জজ আদালত।

এনাম উদ্দিন নামে এক ব্যক্তি দায়ের করা দেওয়ানি মামলায় (নং ১০৯/২০২৫) অভিযোগ করেন, গত ২৪ সেপ্টেম্বর কোনো পূর্বনোটিশ ছাড়াই প্রশাসনের নির্দেশে তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। পরে ২৮ সেপ্টেম্বর আজিজিয়া কমিউনিটি সেন্টারের প্রহরীর মাধ্যমে একটি নোটিশ প্রদান করা হয়, যেখানে মৌখিক আদেশের কথা উল্লেখ ছিল।

বাদী এনাম উদ্দিন বলেন, “প্রশাসনের কাছ থেকে ন্যায়বিচার প্রত্যাশা করেছিলাম। কিন্তু কোনো লিখিত নোটিশ ছাড়াই দেয়াল ভাঙা ও পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শন আমাদের বিস্মিত করেছে। রাতে স্থানীয় এক ব্যক্তি আরও অংশ ভেঙে ফেলেন, অথচ ঐ এলাকায় বিকল্প রাস্তা বিদ্যমান রয়েছে।”

ঘটনার পর সহকারী জজ আদালত ইউএনও মো. মাহবুবুর রহমান, এসি (ভূমি) প্রণয় বিশ্বাস, স্থানীয় বাসিন্দা লিটন আহমদ ও তার স্ত্রী জেসমিন বেগমকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ আহমদ বলেন, “আমরা আদালতের নির্দেশ অনুযায়ী আইনগত পথেই আস্থা রাখছি। আশা করি, ন্যায়বিচার পাওয়া যাবে।”

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, “উর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশে প্রাচীর ভাঙা হয়েছিল। এখনো কোনো শোকজ পাইনি, পেলে যথাযথভাবে জবাব দেবো।”

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি পৌরসভার অধীন। তাই বিস্তারিত জানাতে পৌর প্রশাসনই উপযুক্ত কর্তৃপক্ষ।”

এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি ভেঙে রাস্তা নির্মাণ আইনসিদ্ধ নয়। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!