চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৭ জন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৮ জনে।
বুধবার সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, নতুন করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৪ জন ও ভোলাহাটে ৩জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
বর্তমানে ভর্তি আছে ২৩ জন রোগী। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে।
তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৫ জন রোগী ভর্তি রয়েছেন।
অন্যদিকে সুস্থ হওয়ায় ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?