Dark Mode
Friday, 15 November 2024
ePaper   
Logo
মায়ের আদরে তাহমিনার কোলে কুড়িয়ে পাওয়া শিশু

মায়ের আদরে তাহমিনার কোলে কুড়িয়ে পাওয়া শিশু

সিলেট ব্যুরো

জন্ম-মৃত্যু সবই আল্লাহর হাতে। শিশু বাচ্চাটি ফেরেশতা দ্বারা নিয়ন্ত্রণ করলেন খোদা তায়ালা এমনটাই স্থানীয়দের ধারণা। সিলেটের ফেঞ্চুগঞ্জে মাজারের পাশে একটি কবরস্থানে কুড়িয়ে পাওয়া শিশু কন্যা এখন বেড়ে উঠছে মায়ের আদরে স্থানীয় একটি স্কুলের ল্যাব সহকারি কাম কম্পিউটার অপারেটর তাহমিনার কোলে। সকলের ধারণা শিশু কন্যাটির বয়স দুয়েক দিন হবে। শিশুটিকে তাহমিনার পরিবার অতি আদরে দেখাশুনা করছেন বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারি কাম কম্পিউটার অপারেটর তাহমিনা জানান, অতি যত্ন করে তার পরিবারের ভাবি সহ সবাই শিশুটিকে লালন পালন করছেন। কুড়িয়ে পাওয়া শিশুটি তারা কাউকে দেবেন না নিজেরাই তার দায়িত্ব নিবেন মর্মে আনুষ্ঠানিকভাবে সমাজসেবা কার্যালয় সহ প্রশাসন কে অবগত করেছেন। সে শিশুকন্যাটির নাম রেখেছেন ঈশিতা জান্নাত তাছনিম তাসনিম।

সিলেট মাজারের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় এক নবজাতকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছাড়া গ্রামে মাজারের পাশ থেকে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার সকালে স্থানীয় এক যুবক তাঁর মায়ের কবর জিয়ারত করতে যান। জিয়ারতরত অবস্থায় তিনি হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনে ভয় পেয়ে যান। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছটে এসে কান্নারত অবস্থায় নবজাতককে দেখতে পান। কিন্তু কাছে যেতে তারা ভয় পাচ্ছিলেন।

এসময় তাহমিনা নামে একজন এগিয়ে আসেন। তিনি পরম মমতায় নবজাতককে কোলে তুলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটি সুস্থ ছিলো বলে তথ্য নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক।

মানবিক এই কর্মকান্ডের কারণে এলাকায় এখন প্রশংসিত স্থানীয় ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ল্যাব সহকারি তাহমিনা। সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রকিব জানান, স্থান থেকে কুড়িয়ে পাওয়া বাচ্চা শিশু কন্যার বিষয়ে স্থানীয় ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাজসেবা অধিদপ্তরের নজরদারি রয়েছে তার স্বাভাবিক প্রক্রিয়া সেবা যত্নে কোন ঘাটতি হচ্ছে কিনা।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!