বামনায় ডাকাতের হামলায় নিহত ১
বামনা( বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে ফাতিমা নামক এক গৃহ বধুর ডাকাতের হামলায় নিহতের খবর পাওয়া গেছে।
গত ১৩ নভেম্বর রাত্র আনুমানিক-১১.০০ ঘটিকায় এ ঘটনা ঘটে। বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কাকচিড়া গ্রামের জোমাদ্দার বাড়ীর মোঃ খোরশেদ জোমাদ্দার(৯০), পিতা- মৃত একরাম আলীর বাড়িতে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দল ঘরে প্রবেশ করে মালামাল লুন্ঠন করার সময় মোঃ খোরশদের স্ত্রী মোসাঃ ফাতিমা(৬৮) বাধা দেয় কিংবা ডাকাত দলকে চিনে ফেলায় ডাকাত দলরা ফাতিমাকে মারধর করে এবং ওড়না দ্বারা তার পা বেধে গলায় ট্রেইলার কাজে ব্যবহার করা লাল ফিতা এবং গামছা দ্বারা শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
পরবর্তীতে ডাকাত দল চলে যাওয়ার পর খোরশেদ জোমাদ্দার প্বার্শবর্তী রাজু'কে ডাক দিলে রাজু ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ঘটনা দেখেন এবং থানা পুলিশ'কে সংবাদ দেয়।
উল্লেখ্য ভিকটিম মোসাঃ ফাতিমা গত- রাত্র-১১.৩০ ঘটিকায় মোবাইল ফোনে তার ভাই মোঃ সোবাহানের সাথে কথা বলা অবস্থায় বাহির থেকে দরজায় শব্দ করলে তিনি দরজা খুলেন এবং ডাকাত দলরা ঘরে প্রবেশ করে মর্মে জানা যায়। ঘরের ভিতর সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখা গেলেও কি কি মালামাল নিয়ে গেছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?