জয়পুরহাটে সরকারি কর্মচারীকে মারপিটের অভিযোগে দুই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক আবু তালেবকে মারপিটের অভিযোগে দুই বিএনপি নেতার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগি আবু তালেব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন ও জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওবায়দুর রহমান সুইটসহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৩ নভেম্বর দুপুরে জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসে আগত লোকজনকে লাইনে দাড়াতে বলেন অফিস সহায়ক আবু তালেব। এসময় আলমগীর ও সুইটসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ভূমি অফিসের দরজার সামনে এসে দাড়ায় ও আবু তালেবের পায়ে পা দিয়ে আঘাত করে।
তখন সে এরকম আচরণ করতে নিষেধ করলে তারা আবু তালেবকে ধাক্কা দিয়ে মুল গেটের সামনে নিয়ে গিয়ে বেধড়ক মারপিট করে। এতে তার বুকে ও মাথায় গুরুতর জখম হয়।
এসময় তার চিৎকারে অফিসের অন্যান্য লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনার সময় আসামীরা তার কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায়। এরপর আবু তালেবকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?