ডার্ক মোড
Thursday, 15 May 2025
ePaper   
Logo
স্বাস্থ্য সুরক্ষা, ক্রীড়া সামগ্রী ও মাল্টিমিডিয়া প্রজেক্টর হাতে পেয়ে খুশি শিক্ষক, শিক্ষার্থীরাস্বাস্থ্য সুরক্ষা, ক্রীড়া সামগ্রী ও মাল্টিমিডিয়া প্রজেক্টর হাতে পেয়ে খুশি শিক্ষক, শিক্ষার্থ

স্বাস্থ্য সুরক্ষা, ক্রীড়া সামগ্রী ও মাল্টিমিডিয়া প্রজেক্টর হাতে পেয়ে খুশি শিক্ষক, শিক্ষার্থীরাস্বাস্থ্য সুরক্ষা, ক্রীড়া সামগ্রী ও মাল্টিমিডিয়া প্রজেক্টর হাতে পেয়ে খুশি শিক্ষক, শিক্ষার্থ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে স্বাস্থ্য সুরক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর হাতে পেয়ে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে উপজেলার প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বান্তবায়নের লক্ষে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ২০২৪—২৫ অর্থবছরে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজীর সভাপতিত্বে বুধবার বিকালে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সুধীজনের সাথে
প্রধান অতিথি হিসাবে মত বিনিময় করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী, সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মো: ফারুক হোসেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী,উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্না, বেতাগী সালেহিয়া সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোতালেব, জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভকারী সহকারি শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান খান, কাউনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর হালদার, কাজির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদ, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, করুনা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আমিনুল ইসলাম, মাদ্রাসার সুপার নুরুজ্জামান, বিবিচিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ হান্নান, বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান হোসেন ও শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে স্বাস্থ্য সুরক্ষা ও ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে আমরা খুশি ও অনেক উপকৃত হয়েছি। যা
আমাদের খুবই কাজে আসবে।’ পূর্ব করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান বলেন, বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থায় যে ডিজিটাল বিপ্লব ঘটছে তাতে ক্লাশরুমে বসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান এখন সময়ের দাবী।

এতে শিক্ষার্থীরা লাভবান হবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষাথী, স্থানীয় সুধি, গণমাধ্যম কর্মি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন