ডার্ক মোড
Friday, 16 May 2025
ePaper   
Logo
কুলাউড়া সীমান্তে পুশ-ইন বাংলাদেশী ১৪ নাগরিকের পরিচয় শনাক্ত

কুলাউড়া সীমান্তে পুশ-ইন বাংলাদেশী ১৪ নাগরিকের পরিচয় শনাক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে শ্রীমঙ্গল ৪৬-বিজিবি ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টায় উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে বিজিবি তাদের পরিচয় শনাক্ত করে। আটকদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও চারজন শিশু রয়েছেন বলে জানা গেছে। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ^রী থানার মো. মফিজুল ইসলাম (৪৫), মফিজুলের স্ত্রী মল্লিকা (৪০), মিম (১৯) ও মুমিন (৪ মাস), ফুলবাড়ি থানার জরিনা খাতুন (৭৫), জলিল মিয়া (৪৫), জলিলের স্ত্রী কাজলি (৪০), ছেলে হাবিব (২২), ইছা মিয়া আলী (২০) ও কাজল (১১), একই এলাকার মৃত আনোয়ারুলের মেয়ে আফসানা (২০), ইছা মিয়ার স্ত্রী আলফিনা (১৮), শাহিন মিয়ার মেয়ে শাহিনা (৭) ও হাবিবের শিশু ছেলে হালিম (১)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের বিষয়টি জেনেছি। তাদের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। আটকৃতরা এখনো বিজিবি হেফাজতে রয়েছে।
শ্রীমঙ্গল-৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ১৪ জন আটকের পরিচয় শনাক্ত হয়েছে। এখন আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় আটকের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।

 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন