ডার্ক মোড
Friday, 16 May 2025
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
 
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে রেল অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।
 
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে এই কর্মসূচি পালন করা হয় । 
 
এ সময় স্টেশনে মল্লিকা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য আটকে পড়ে। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিলে ট্রেনটি ছেড়ে দেয়া হয়।
 
অবরোধ চলাকালীন সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামি ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেনসহ অনেকে। 
 
বক্তারা বলেন, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ঐতিহাসিকভাবেই পর্যটন সমৃদ্ধ জেলা। অথচ একটি মাত্র আন্তঃনগর ট্রেন (বনলতা) ভোরে ছেড়ে ছেড়ে যায়। ঢাকায় এই জেলার ৫ লক্ষাধিক মানুষ বসবাস করেন। তারা অত্যন্ত কষ্ট করে যাতায়াত করেন। কাজেই পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি, মধুমতিসহ সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত চালু করে এই মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করতে হবে।
 
তাদের দাবিগুলো হলো সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করতে হবে, রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ রেলবন্দর করতে হবে এবং মহাসড়ক চার লেন করতে হবে।
 
কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং দ্রুত তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন