
সিদ্ধিরগঞ্জে গ্যাস দূর্ঘটনা চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ঘরে জমা গ্যাস বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) দিনগত রাত সোয়া একটায় চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক হান্নান ও সকালে সুমাইয়া নামের দেড় মাসের এক শিশু মৃত্যুবরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
নিহত হান্নান হলেন শরীয়তপুর জেলার জাজিরা থানার বাসিন্দা ও সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা এলাকায় ইব্রাহিম খলিলের টিনসেড বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন। নিহত শিশু একই বাসার পাশের কক্ষে ভাড়াটিয়া পোশাক শ্রমিক সোহাগের মেয়ে।
একই ঘটনায় এখনো চিকিৎসাধীন আছেন নিহত হান্নানের স্ত্রী পোশাক শ্রমিক নুরজাহান আক্তার লাকী (৩০), মেয়ে জান্নাত (৩), মেয়ে সামিয়া (৯), ছেলে সাব্বির (১৬), আরেক পরিবারের পোশাক শ্রমিক সোহাগ (২৩) ও তার স্ত্রী পোশাক শ্রমিক রুপালি (২০)।
সার্জন ডা. শাওন জানায়, অগ্নিকান্ডের ঘটনায় গতরাতে হান্নান (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং সুমাইয়া নামের দেড় মাসের শিশু আজ সকালে মারা গেছে। অগ্নিকান্ডে হান্নান ৪৫ শতাংশ এবং শিশু সুমাইয়া ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলো। নিহত হান্নানের দুই মেয়ে সামিয়া ও জান্নাত কিছুটা আশঙ্কামুক্ত। তবে লাকি আর সাব্বিরের কন্ডিশন ভালো না।
প্রসঙ্গত, সোমবার, ৩ মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা এলাকায় ওই বাসার দু’টি কক্ষে জমা গ্যাস থেকে বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় দুই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন। পরবর্তীতে ৮জনকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনের পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুই কক্ষের সেমিপাকা টিনসেড ঘরের নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। সেখান থেকে কোনোভাবে গ্যাস লিকেজ হয় এবং এর থেকে ঘরের ভেতর গ্যাস চেম্বারের সৃষ্টি হয়। যে কোনোভাবে আগুনের স্পার্কের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং অগ্নিকাণ্ড সংঘটিত হয়।’
‘অস্ত্রধারী সোহাগ বিএনপি ও ছাত্রদলর কেউ না’ সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা সাগরের সংবাদ সম্মেলন
গত দুদিন আগে সিদ্ধিরগঞ্জে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের দিন অস্ত্র হাতে গুলি ছোড়া সোহাগ বিএনপি ও ছাত্রদলের কেউ না বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। গতকাল শনিবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, অস্ত্রধারী সোহাগ বিএনপি, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের কোনো পদে নেই কিংবা সে কখনোই বিএনপির রাজনীতিতে যুক্ত নয়। ছাত্রদল তথা বিএনপি কখনোই অস্ত্র ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। অস্ত্রধারী সোহাগকে দ্রুত গ্রেফতারের দাবিও জানান তিনি।
সাগর এসময় বলেন, ঐদিন আমি ব্যক্তিগত কাজে সোনারগাঁয়ে অবস্থান করছিলাম। হঠাৎ আমি ফোন পাই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মানিক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহনকে আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মতিউর রহমান মতির সন্ত্রাসী বাহিনী রামদা-চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখেছে।
এই হামলায় অংশ নেয় পাবনাই বাবু, বুইট্টা রনিসহ আওয়ামীলীগের বিপুল সন্ত্রাসীরা। খবর পেয়ে আমি সরাসরি থানায় অবস্থান করি। এই সংঘর্ষে আমার কোনো সম্পৃক্ততা নেই।
ঘটনার সুত্রপাত সম্পর্কে তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতির অন্যতম সহযোগী, বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামী মোহাম্মদ