ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
ইসলামপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অধ্যক্ষকে লাঞ্চিতের অভিযোগ

ইসলামপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অধ্যক্ষকে লাঞ্চিতের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি)’র প্রিন্সিপালকে লাঞ্চিতসহ শিক্ষার্থীদের উপর হামালার অভিযোগ ওঠেছে। ৯ মার্চ দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানীর (বিপুল) নেতৃত্বে ঘটনাটি ঘটেছে।

প্রিন্সিপাল ডা. মুজিবুর রহমান জানান-বিএনপি নেতা বিপুল অতর্কিতভাবে প্রতিষ্ঠানে প্রবেশ করেএই হামলা চালান।

ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নবীনেওয়াজ খান লোহানী (বিপুল) দুপুরে আইএসটি ক্যাম্পাসে আসেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মুজিবুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীদের প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

ওদিকে নবীনেওয়াজ খান লোহানীর (বিপুল) নেতৃত্বে ছাত্রদল নেতা রনি ও তার সহযোগীরা আইএসটি শিক্ষার্থী আশরাফুলের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত নবীনেওয়াজ খান লোহানী (বিপুল) এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা হামলার বিচার দাবিতে বিক্ষোভ করেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন