ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo

দুর্নীতির খবর প্রকাশ করায় গাজীপুরে সাংবাদিক মোজাহিদ-কে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দুর্নীতির খবর প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মোজাহিদ-কে হত্যার হুমকির প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী এবং সঞ্চালনা করেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন, এটিএন নিউজের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা কবি শাহান সাহাবুদ্দিন, ঘটনার আড়ালে পত্রিকার সম্পাদক রুবেল সরকার, ডিবিসি নিউজের মাহমুদা সিকদার, মহানগর প্রেসক্লাবের সভাপতি আমজাদ খান, সাংবাদিক নেতা মুসা খান ও সাংবাদিক মিঠুন সিদ্দিকীসহ গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা।

ড. এ কে এম রিপন আনসারী বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কবি শাহান সাহাবুদ্দিন বলেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন