সাংবাদিক আজমল হোসেন খাদেম এর মৃত্যুতে ডিইউজে'র শোক
নিজস্ব প্রতিনিধি
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সদস্য আজমল হোসেন খাদেম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে দুপুর ২টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাংবাদিক আজমল হোসেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি তিন কন্যা, জামাতা, অসংখ্য নাতি-নাতনী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক বাংলার বাণী'র সিনিয়র সাংবাদিক, রেডিও বাংলাদেশ এর জনপ্রিয় সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান 'সংবাদ প্রবাহ'ও 'গ্রন্থনা কার ছিলেন। তিনি ১৯৯৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ'র) সভাপতি নির্বাচিত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।
মঙ্গলবার বাদ জোহর বনানী মসজিদে জানাজা শেষে দাফন করা হয়।