
সরিষাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)
শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মেধা বিকাশ, ও দূর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে সচেতনতা বৃদ্ধি ব্যাতিত দূর্নীতি নির্মুল করা সম্ভব না ও দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারন দূর্নীতি এ দুটি বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্নয়ে ৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, জামালপুরের দুদকের উপ-পরিচালক আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রহুল আমিন বেগ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়াসহ অভিভাবক ও নানা পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় পক্ষ দল চিলড্রেন্স হোম পাবলিক স্কুল বিজয়ী হয়। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষকরা।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন