শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানবন্ধন ও স্মারক লিপি প্রদান
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মানববন্ধন শেষে স্বারক লিপি প্রদান করে।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল সারে ১০ টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি সৈয়দ মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে এতে শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে করে।
এ সময় ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: রেজাউল করিম, উপজেলা তথ্য, গবেষনা ও প্রচার সম্পাদক নাজমুল কবির আকন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ মাস যাবৎ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠন বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনলাইন গেমস সহ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। এছাড়াও মাদক সেবন, ইভটিজিং, অবাধে মোবাইল ব্যবহার এমনকি কিশোর গ্যাংয়ের মত অন্ধকারাচ্ছন্ন পথে ধাবিত হচ্ছে। শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের নিকট একটি লিপি দেওয়া হয়।