
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২ জন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৮ জন গ্রেপ্তার হয়েছে।যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ২ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: রাসেল আলী, মো: নুর হাসান ওরফে বাবু বিহারী (৪২), অমিত হাসান ওরফে অনিক (২৭) ও মো: ফয়সাল কবীর (৩২)। রাসেল
রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পরমান্দপুর গ্রামের মো: উজ্জ্বল হোসেনের ছেলে, নুর রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ কারিগর পাড়ার মো: গোলাম মোস্তফার ছেলে,
অমিত একই এলাকার মো: শরিফুল ইসলাম ডালিমেরে ছেলে এবং ফয়সাল রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত একরাম হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।