
রাজশাহীতে ব্যবসায়ী নেতা কালাম গ্রেপ্তারের প্রতিবাদে ৪ সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন
শাহিনুর রহমান সোনা, রাজশাহী
ট্রাক মালিক সমিতি রাজশাহী জেলা শাখা ও ফার্টলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিটের সভাপতি মো: আবুল কালাম'কে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতি, ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিট, রাজশাহী জেলা বিএডিসি ডিলার এসোসিয়েশন ও রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী জেলা বিএডিসি ডিলার এসোসিয়েশনের সভাপতি ও বিএনপি নেতা মাহফুজুল হাসনাইন হিকোল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্বাদের ষড়যন্ত্র এখনও বিদ্যমান। তারই অংশ হিসেবে একজন জনপ্রিয় রাসায়নিক সার ও ট্রাক পরিবহন ব্যবসায়ী নেতাকে মোটা অংকের টাকা না পাওয়া এবং তার পদ থেকে সরানোর জন্য পুলিশ প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট দোসরদের ষড়যন্ত্রের কারনে তাকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় আটক করা হয়েছে যা অত্যন্ত দুঃখ জনক।
আমরা দেখেছি বোয়ালিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তের নামে এজাহার বহির্ভূত ৭৪ জনের নাম সংযুক্ত করে প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করেন। যা ফ্যাসিস্টদের গোলামীর বহি:প্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মামলার বাদী উসামা বিন ইকবাল মিথ্যা প্রাথমিক তথ্য বিবরণী সম্পর্কে জ্ঞাত হয়ে স্বপ্রণোদিত ভাবে আবুল কালাম সহ মামলায় সংযুক্ত নেই এইসমস্ত ব্যক্তির নামে অভিযোগ প্রত্যাহার করে রাজশাহী জেলা রোটারী পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে একটি এভিডেভিড করেন। যা বোয়ালিয়া থানা ও আরএমপি পুলিশ কমিশনার বরাবরে প্রেরণ করা হয়।
তারপরেও আবুল কালামকে আটক করা অবশ্যই আইন অবমাননার শামিল। আবুল কালামকে আটকের মধ্য দিয়ে রাজশাহী অঞ্চলের ট্রাক পরিবহন এবং কৃষি ক্ষেত্রে একটি অস্থিতিশীলতা সৃষ্টির একটি চরম ষড়যন্ত্র, যা বর্তমান সরকারকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে পুলিশ বিভাগে এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অনতিবিলম্ব ব্যবস্থা গ্রহন এবং রাজশাহীর ফার্টিলাইজার এসোসিয়েশন ও ট্রাক মালিক সমিতির জনপ্রিয় নেতা আবুল কালামের নিঃশর্ত মুক্তি দাবি করছি ৷
তার মুক্তির মধ্য দিয়ে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হবে বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে অবিলম্বে তার মুক্তির দাবিতে রাজশাহীর জেলা প্রশাসক ও আরএমপি পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেব। কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন না করলে পরবর্তীতে যৌথভাবে আলোচনার মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করবো।
এসময় রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতি, ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিট, রাজশাহী জেলা বিএডিসি ডিলার এসোসিয়েশন ও রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।