ডার্ক মোড
Monday, 17 March 2025
ePaper   
Logo
দুর্গাপুরে ইট ভাটায় ৩০ হাজার টাকা জরিমানা

দুর্গাপুরে ইট ভাটায় ৩০ হাজার টাকা জরিমানা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাব ভ্রম্যমান আদালত পরিচালনা করেছে। এসময় ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার(১৬ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার শালঘড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীর পরিদর্শক নিল রতন সরকার।

এসময় শালঘড়িয়া এলাকার নাফিজ ব্রিক নামক ইটভাটায় পরিবেশ অধিদপ্তরে সঠিকনিয়ম না মানায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করেন।

এদিন দুপুরে দুর্গাপুর সিংগাহাট বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ে ৩ ব্যবসায়ীকে ১১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন