ডার্ক মোড
Monday, 17 March 2025
ePaper   
Logo
পবা উপজেলা পরিষদের টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

পবা উপজেলা পরিষদের টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো একজন গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো: বেলাল (৩৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার মো: সনজুর আলীর ছেলে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলায় ১২ টি হাটের ইজারার দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে টেন্ডার বাক্স ভাংচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। সে সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি মামলা রুজু করে।

পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত কার্য শুরু করে। টেন্ডার লুটের ঘটনার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি টিম ১৫ মার্চ ২০২৫ দিবাগত রাত আড়াইটাই আসামি বেলালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন