
তারাগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সাগর ইসলাম(২০) নামের এক যুবককের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। পুলিশ খবর পেয়ে সাগরকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠান।
কিশোরীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় কাজের তাগিদে ওই কিশোরীর বাবা কাজের সন্ধানে সকালে বাড়ি থেকে বাইরে চলে যান। দুপুরে তাঁর মা তাকে বাড়িতে রেখে রান্নার খড়ি সংগ্রহ করতে পাশের বাঁশ ঝাড়ে যান। এই সুযোগে মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে বিকেল পাঁচটার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ ফাসিরডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে সাগর ইসলাম তাঁর মুখ চেপে ধরে ঘরে ভিতরে নিয়ে ধর্ষণ করে।
কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে সাগর ইসলামকে নগ্ন অবস্থায় আটক করেন। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে সাগর ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সাগরকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার আদালতের মাধ্যমে সাগর ইসলামকে জেল হাজতে পাঠান।
ওই কিশোরীর মা বলেন, মেয়েটাকে বাড়িতে রেখে আমি রান্নার জন্য খড়ি কুড়াতে গেছিলাম। একা পেয়ে সাগর আমার মেয়েটার সর্বনাশ করেছে। আমরা দিন আনি দিন খাই আপনারা একটু আমাদের পাশে থাকবেন, আমার মেয়েটা যেন সঠিক বিচার পায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, হাতে নাতে আটক করে থানায় ফোন দেয় স্থানীয়রা, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । এ ঘটনায় রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে আসামী সাগর ইসলামকে কারাগারে পাঠানো হয়।