
রমজানকে স্বাগত জানিয়ে বেতাগীতে ইশা: আন্দোলন ও জামাতের মিছিল
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে জননিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা ও পৌরশাখা শাখার আয়োজনে শনিবার বাদ আছর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর অডিটোরিয়মের চত্বরে সমাবেশ করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল হাই নেছারি, সেক্রেটারি মাওলানা সৈয়দ আলাউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মো: হুমায়ুন কবির ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি ক্বারী বশির উদ্দিন জিহাদী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ছিনতাই, লুটপাট, হানাহানি, অরাজকতা সব অপরাধ চরম আকার ধারণ করেছে। দ্রæত এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। আজ দেশে জননিরাপত্তা হুমকির মুখে। মানুষ আতঙ্কিত হয়ে আছে। তাই অন্তর্র্বতীকালীন সরকারকে যথাসময়ে নির্বাচন দেয়ার আহ্বান জানান।
এদিকে উপজেলা জামাতের আমীর সাইদুল ইসলাম সোহরাবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামাতের সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন, পৌর জামাতের আমীর আ: বারেক, পৌর ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ফয়সাল মাহামুদ প্রমুখ। এ সময় উপজেলা পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।