
মৌসুমের শেষ সময়ে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা
সৌমিত্র সুমন, পায়রা বন্দর (পটুয়াখালী)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি এবং সাপ্তাহিক সরকারি ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ঢল নেমেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। গতকাল বিকাল থেকেই পর্যটকদের আগমনে মুখর হয়ে উঠেছে ২২ কিলোমিটার দীর্ঘ এই সৈকত।
প্রকৃতির অনন্য সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকরা কেউ সমুদ্রের নোনা জলে গা ভিজিয়ে আনন্দ করছেন, কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে উপভোগ করছেন সূর্যাস্তের মনোরম দৃশ্য। অনেকেই আবার ঘোড়া কিংবা অন্যান্য বাহনে চড়ে সৈকতের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।
লাখো পর্যটকের উপস্থিতিতে কুয়াকাটার সব হোটেল-মোটেল শতভাগ বুকিং হয়ে গেছে। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বেচাকেনাও বেড়েছে অনেকগুণ। মৌসুমের শেষ সময়ে এমন পর্যটক সমাগমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুয়াকাটায় এমন বিপুল সংখ্যক পর্যটকের সমাগম প্রমাণ করে, এ সমুদ্র সৈকত দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। মৌসুমের শেষেও পর্যটকদের এমন উপস্থিতি স্থানীয় পর্যটন শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।