ডার্ক মোড
Friday, 02 May 2025
ePaper   
Logo
মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী আলোচনা সভা ও শ্রমিক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী আলোচনা সভা ও শ্রমিক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

এস এম সাইফুল ইসলাম কবির,সুন্দরবন অঞ্চল প্রতিনিধি

:বাগেরহাটের মোরেলগঞ্জে আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশি বাসষ্ট্রান্ডে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

 পৌর শ্রমিক দলের সভাপতি মো. মাসুদ খান চুন্নুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম।    
  প্রধান বক্তা ছিলেন শ্যামপুর থানা শ্রমিক দলের আহবায়ক মো. হারুন অর রশীদ, বিশেষ বক্তা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা, অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল। সভা সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (শামীম)।

অপরদিকে ‘‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগেও  বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা সম্পাদক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, উপজেলা জামায়েত আমীর অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন প্রমুখ।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন