ডার্ক মোড
Saturday, 03 May 2025
ePaper   
Logo
বরিশালে হিজলায় মেঘনা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড

বরিশালে হিজলায় মেঘনা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড

 
মাসুদ রানা, বরিশাল ব্যুরো।
বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ডের ডুবুরী দল।
ঘটনাটি ঘটে গত ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার। জানা গেছে, হিজলা উপজেলার টেকের বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ৫ বছর বয়সী সাওদা।স্থানীয়রা বিষয়টি কোস্ট গার্ড স্টেশন হিজলাকে জানালে, তাৎক্ষণিকভাবে দুপুর ২টা থেকে কোস্ট গার্ড বেইস ভোলা ও স্টেশন হিজলার যৌথ উদ্যোগে “সার্চ অ্যান্ড রেসকিউ” অপারেশন শুরু করা হয়।দুই দিনব্যাপী তল্লাশির পর গতকাল১ মে ২০২৫, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উদ্ধারকারী দল আবার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে চর শিবলি এলাকায় একটি মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোস্ট গার্ড দলটি নিখোঁজ সাওদার মরদেহ উদ্ধার করে।উদ্ধারকৃত সাওদা হিজলার বাউশিয়া টেকের বাজার এলাকার মোঃ শামীমের ছেলে।
 
পরবর্তীতে মরদেহটি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয় নৌ-পুলিশ হিজলার কাছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন