ডার্ক মোড
Saturday, 03 May 2025
ePaper   
Logo
পত্নীতলায় শিয়ালের উপদ্রুপ বৃদ্ধি, বেকায়দায় পশু পালনকারী!

পত্নীতলায় শিয়ালের উপদ্রুপ বৃদ্ধি, বেকায়দায় পশু পালনকারী!

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
 
নওগাঁর পত্নীতলা উপজেলায় শিয়ালের উপদ্রুপ  বৃদ্ধি পেয়েছে। এতে ভুক্তভোগী স্থানীয় পশু পালনকারীরা পড়েন চরম বেকায়দায়। 
অনুসন্ধানে জানা যায়, শুক্রবার (২ মে) সকালে উপজেলার পাটিচরা ইউনিয়নের মোবারকপুর গ্রামে ২০-২২ টি গরুকে একটি পাগল শিয়াল কামড় দেয়। পরে স্থানীয় এলাকাবাসী ওই শিয়ালকে মেরে ফেলে। এছাড়াও, বিশেষ করে উপজেলার আত্রাই নদী তীরবর্তী এলাকায় শিয়ালের উপদ্রুপ তুলনামূলক ভাবে বেশি লক্ষ্য করা গেছে। কারণ, নদীর পাশে পলি এলাকা হওয়ায় শিয়াল গুলো নিরাপদ আশ্রয় নেয় বিভিন্ন ঝোঁপঝাঁড়ে। আত্রাই নদীর তীরবর্তী উপজেলার পাটিচরা, নজিপুর পৌরসভা, কৃষ্ণপুর ও নজিপুর ইউনিয়ন মধ্যে গ্রামগুলোর পশুপালনকারীরা চরম বেকায়দায় আছেন। ওই এলাকায় গত এক সপ্তাহের মধ্যে অর্ধশতাধিক হাঁস-মুরগি ধরে নিয়ে যায় শিয়াল। ভুক্তভোগীরা জানায়, শিয়ালের ভয়ে ছাগল-ভেড়া মাঠে বাঁধে রাখতে পারছে না অনেকেই। ইরি মৌসুম হওয়ায় ধানের ক্ষেতে ওঁত পেতে থাকা শিয়ালগুলো প্রতিদিনই হাঁস-মুরগি ধরে খেয়ে ফেলছে।উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলীম জানান, 'শুক্রবার সকালে আমাদের গ্রামে ২০-২২ টি গরুকে একটি পাগল শিয়াল কামড় দেয়। পরে আমরা নিরুপায় হয়ে  ওই ঘাতক পাগল শিয়ালকে মেরে ফেলি।' তিনি আরও বলেন, 'শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ার কারণে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে আহত গরু-ছাগল গুলোর চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হয়নি।'
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন