ডার্ক মোড
Tuesday, 18 March 2025
ePaper   
Logo
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-নাঃগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে নতুন ট্রেন সার্ভিস চালু

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-নাঃগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে নতুন ট্রেন সার্ভিস চালু

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি আগামী ২৬ মার্চ সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১ টা ৫০ মিনিটে নারায়নগঞ্জে আসবে। এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিশেষ অনুরোধে বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে চালু হতে যাওয়া এই ট্রেন সার্ভিস নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং উন্নত সেবার ট্রেন পরিচালনার মানদণ্ড বজায় রাখবে।

ঢাকা-নাঃগঞ্জ রুটে চলাচলকারী বর্তমান ট্রেন সার্ভিসের মান নিয়ে যাত্রী সাধারণ মোটেও সন্তুষ্ট নয়। বরং নিয়মিত যাত্রীদের হাজারো অভিযোগ। ট্রেনের সিট ভালো না। গরমে ফ্যান চলেনা। রাতে অনেক বগিতে ঠিকমত বাতি জ্বলেনা। নারায়ণগঞ্জ রেলওয়ে সূত্র বলছে, বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৮ জোড়া ট্রেন চলাচল করে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ হাজার যাত্রী এই রুটে যাতায়াত করে। এদের মধ্যে অফিসগামী লোকজন থেকে শুরু করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন