ডার্ক মোড
Sunday, 09 March 2025
ePaper   
Logo
বোয়ালখালীতে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় প্রশাসন কর্তৃক এক ব্যক্তিকে জরিমানা

বোয়ালখালীতে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় প্রশাসন কর্তৃক এক ব্যক্তিকে জরিমানা

বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বোয়ালখালীর কধুরখীল শরীফ পাড়া চৌধুরী হাট সংলগ্ন সৈয়দখালের সংযোগ খাল অবৈধ ভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় এবং কৃত্রিম বাঁধ নির্মাণ করে খালের পানির প্রবাহকে বাঁধা দেয়ায় ইউনুচ নামক একজন ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি নির্মিত কৃত্রিম বাঁধ অপসারণ করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও ভূমি অফিসের সংশ্লিষ্ট স্টাফগণ। অভিযান পরিচালনায় সহায়তা করেন বোয়ালখালী থানা পুলিশ।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন