ডার্ক মোড
Sunday, 09 March 2025
ePaper   
Logo
নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে রমজান উপলক্ষে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের মত বিনিময় সভা

নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে রমজান উপলক্ষে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের মত বিনিময় সভা

নরসিংদী প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালনা পর্ষদের সাথে স্টেক হোল্ডার এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ মার্চ) দুপুরে নরসিংদী চেম্বার অব কর্মাস এর সভাপতি রাশেদুল হাসান রিন্টু'র সভাপতিত্বে চেম্বার ভবন মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির এর পরিচালক মো: নাজমুল হক ভ‚ইয়ার সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব আহম্মেদ মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, দেলোয়ার হোসেন দুলাল, মো: আউলাদ হোসেন মোল্লা, মো: ছানাউল্লাহ মিলন,নাসির আহমেদ রিগান, সারোয়ার হোসেন ভ‚ইয়া ঝন্টু, আসাদুস জামান, সোহেল পারভেজ, মো: নান্নু আলী খান, ও জিএম শরিফসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ।

মত বিনিময় সভায়, ব্যবসায়ীবৃন্দরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল, চাল, ডাল, চিনি এসবের দাম কি কারণে বাড়ছে, কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। সোয়াবিন তেলের প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি, মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এসময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয়। এছাড়া এ বিষয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলে জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন