
পীরগাছায় ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুরের পীরগাছা উপজেলা শাখার উদ্যেগে উপশাখা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
রবিবার পীরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবির পীরগাছা থানা পূর্ব শাখার সভাপতি হাফেজ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে ও পীরগাছা কলেজ শাখার সভাপতি সেলিম আহমেদের পরিচালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা অফিস সম্পাদক আশরাফুল ইসলাম সালেহী।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সহঃ সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ, ছাত্রশিবিরের জেলা এইচ আর ডি সম্পাদক রবিউল ইসলাম, পীরগাছা পশ্চিম থানা শাখার সভাপতি রবিউল ইসলাম, ছাত্রনেতা লাবিব আহসান ও বুলবুল আহমেদ সহ আরো অনেকেই। ওয়ার্কশপের শুরুতে কুরআন ও হাদিস থেকে দারস্ প্রদান করেন রংপুর জেলা মাজলিসুল মুফাসসিরের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম।