
ফেনী নদীতে অবৈধভাবে বালু তোলায় ৩০টি মেশিন অকেজো ও দুই হাজার ফুট প্লাস্টিকের পাইপ বিনষ্ট
ফেনী প্রতিনিধি
অবৈধভাবে বালু তোলার দায়ে ফেনী জেলার সীমান্তবর্তী ফেনী নদীতে অভিযান চালিয়ে বালু তোলায় ব্যবহৃত ৩০টি মেশিন অকেজো ও দুই হাজার ফুট প্লাস্টিকের পাইপ বিনষ্ট করা হয়েছে।গত শুক্রবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ফেনী নদীতে অবৈধভাবে বালু তোলা,পরিবেশ বিপর্যয়, ফসলি জমি ধ্বংস,মানুষের বসতিকে নদীর গর্ভে বিলীন করাসহ রাস্তাঘাট নষ্ট করার অভিযোগে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা।অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে।
ইউএনও সুবল চাকমা বলেন,ফেনীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।তিনি বলেন, বালু উত্তোলনের নিয়মনীতি না মেনে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে।নষ্ট হয়ে পড়ছে ভূমির প্রতিবেশ ব্যবস্থা। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ী, কৃষিজমিসহ বিভিন্ন স্হাপনা।