
নাটোরে মোবাইল ফোনে মাহফিলের ওয়াজ চালু করে আত্মহত্যা
নাটোর প্রতিনিধি
মোবাইল ফোনে মাহফিলের ওয়াজ চালু করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্র।
নাটোরের বড়াইগ্রামে শুক্রবার ইফতারের সময় তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিহত ওই স্কুল ছাত্রের নাম হাসিবুল ইসলাম (১৭)। সে উপজেলার জোয়াড়ির কালিকাপুর চেয়ারম্যান সড়ক এলাকার হাশেম বেপারীর ছেলে এবং স্থানীয় কারিগরী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ছিলো।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, স্কুল ছাত্র হাসিবুল বিদেশে যাওয়ার জন্য বায়না ধরে। কিন্তু বয়সে ছোট এবং ৬ সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান হওয়ায় তার পরিবার এতে রাজী হয়নি। এই অভিমানের জের ধরে শুক্রবার বেলা ৩টার দিকে নিজ শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
এসময় তার মোবাইল ফোনে মাহফিলের ওয়াজ চলছিলো। ইফতারের সময় ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত মৃতদেহ। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।