ডার্ক মোড
Saturday, 13 September 2025
ePaper   
Logo
বিজয় জনতার উল্লাস দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহীদুল

বিজয় জনতার উল্লাস দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহীদুল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের চূড়ান্ত বিজয় দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শহীদুল ইসলাম জয়নাল (৪০)। গত সোমবার বিকেলে যাত্রাবাড়ী এলাকায় জনতার উল্লাস দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়।

শহীদুল ইসলাম জয়নালের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে। তিনি ওই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।

নিহত শহীদুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে সেনাপ্রধানের ভাষণ শোনেন শহীদুল। পরে বাসার বাইরে জনতার উল্লাস দেখতে সড়কে বের হন। এ সময় বিক্ষুব্ধ জনতা যাত্রাবাড়ী থানা আক্রমণ করে। তাতে পুলিশ গুলি চালালে সড়কে থাকা শহীদুল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে যাত্রাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে নিহত শহীদুল ইসলামের ছেলে এ কে এম লতিফুল ইসলাম জানান, ‘এক অপরিচিত ব্যক্তির ফোন পেয়ে বাবাকে স্ট্রেচারে দেখতে পাই। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। বাবার মৃত্যুতে সংসারটা এলোমেলো হয়ে গেছে।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন