
বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ২৬ মার্চ ২০২৫:
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হচ্ছে। সূর্যদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিশৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানান জেলাপরিষদ চেয়ারম্যান জেলাপ্রশাসক পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে কুজকাওয়াজ অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় পুলিশ, আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের অংশগ্রহণে মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন হয় এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রথম প্রহরে স্মৃতিশৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)। তবে দিবসটিতে জেএসএসসহ পাহাড়ের অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো কোন ধরনের কর্মসূচী পালন করেনি।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন