ডার্ক মোড
Tuesday, 18 March 2025
ePaper   
Logo
বাউফলে পুলিশ ফাঁড়ি পুনঃ স্থাপনের দাবিতে মানববন্ধন

বাউফলে পুলিশ ফাঁড়ি পুনঃ স্থাপনের দাবিতে মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাজার ব্যবাসায়ী সমিতি ও এলাকার বাসীর উদ্যোগে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমাবার সকাল ১০টার দিকে কালিশুরী বাজরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বাজার কমিটির সভাপতি ফয়সার মোল্লার সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক দলিল উদ্দিন মোল্লা,ব্যাবসায়ী ফিরোজ,ছিদ্দিকুর রহমান,দুলাল প্রমুখ।

বক্তরা বলেন,গত ১৫ মার্চ উপজেলার কালিশুরী বন্দরে মোবাইল শপের মালিক এনায়েত তালুকদারের দোকানারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১২৮টির বেশী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,সার্ভিসিংয়ের জন্য আসা ১০টি মোবাইল ফোন ও নগদ ২লাখ ৭১ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

যা সিসি ক্যামারায় চোরদের ছবি দেখা গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দিলেও অদ্যবধি পর্যন্ত চোরদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আগে কালিশুরী বন্দরে পুলিশ ফাঁড়ি ছিল তখন এইভাবে চুরি হয়নি।

পুলিশ ফাঁড়ী না থাকায় কালিশুরীতে চুরিসহ বিভিন্ন অপকর্ম বেড়ে গেছে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারে এবং কালিশুরী ইউনিয়নের জনগনের নিরাপত্তা রক্ষাতে কালিশুরী বন্দরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবি জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন