ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
কুয়াকাটায় ২দিন ব্যাপী ‘উপকূলীয় হিফজুল কোরআন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুয়াকাটায় ২দিন ব্যাপী ‘উপকূলীয় হিফজুল কোরআন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় কোরআনের পাখি হাফেজদের নিয়ে বয়স্কদের উৎসাহিত ও অনুপ্রানিত করার লক্ষ্য দুই দিন ব্যাপী কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজনে" কুয়াকাটা উপকূলীয় হিফজুল কোরআন" প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০ টায় কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাঈনুল ইসলাম,কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ মুহাম্মদ ফারুক মীর ,জামায়েতে ইসলামি কুয়াকাটা পৌর শাখার আমির মো.শহিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠান প্রজন্মকে অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখে। তাই আগামীতেও এ ধরনের অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ২০ টি প্রতিষ্ঠানের ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন‌ বলে জানিয়েছে আয়োজক পরিচালনা কমিটি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন