ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
দোহারে স্যালো মেশিন বসিয়ে মাটি কাটার দায়ে ৩জনের কারাদন্ড

দোহারে স্যালো মেশিন বসিয়ে মাটি কাটার দায়ে ৩জনের কারাদন্ড

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার ইসলামপুর কুমপাড় খালের মধ্যে স্যালো ইঞ্জিন বসিয়ে মাটি কাটার দায়ে ৩জনকে ৭ দিন করে কারাদন্ডের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ইউসুফপুর গ্রামের আশরাফুল ইসলাম(২০),একই গ্রামের উজ্জল(৩২) ও মো.সোহেল মিয়া(২৪)।একই সাথে জমির মালিকানা দাবীদার আরাফাত খান(৫০)কে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদানের নির্দেশ দেন আদালত।

ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ জানান, সোমবার বেলা আড়াইটার দিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে উপজেলার ইসলামপুর কুমপাড় খালের মধ্যে স্যালো ইঞ্জিন বসিয়ে কার্টারের মাধ্যমে মাটি কাটছে।

এ সময়ে অভিযান চালিয়ে মাটি ব্যবস্থপনা আইনে ৩জনকে ৭ দিন করে কারাদন্ড ও জমির মালিকানা দাবীদার পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদানের নির্দেশ দেন আদালত।

তিনি আরও বলেন, খালের মাটি উত্তোলন বন্ধে এধরণের অভিযান চলমান থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন