
দোহারে স্যালো মেশিন বসিয়ে মাটি কাটার দায়ে ৩জনের কারাদন্ড
দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলার ইসলামপুর কুমপাড় খালের মধ্যে স্যালো ইঞ্জিন বসিয়ে মাটি কাটার দায়ে ৩জনকে ৭ দিন করে কারাদন্ডের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ইউসুফপুর গ্রামের আশরাফুল ইসলাম(২০),একই গ্রামের উজ্জল(৩২) ও মো.সোহেল মিয়া(২৪)।একই সাথে জমির মালিকানা দাবীদার আরাফাত খান(৫০)কে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদানের নির্দেশ দেন আদালত।
ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ জানান, সোমবার বেলা আড়াইটার দিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে উপজেলার ইসলামপুর কুমপাড় খালের মধ্যে স্যালো ইঞ্জিন বসিয়ে কার্টারের মাধ্যমে মাটি কাটছে।
এ সময়ে অভিযান চালিয়ে মাটি ব্যবস্থপনা আইনে ৩জনকে ৭ দিন করে কারাদন্ড ও জমির মালিকানা দাবীদার পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদানের নির্দেশ দেন আদালত।
তিনি আরও বলেন, খালের মাটি উত্তোলন বন্ধে এধরণের অভিযান চলমান থাকবে।